Apan Desh | আপন দেশ

নীলফামারীতেই হচ্ছে চীনের হাজার শয্যার হাসপাতাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০২, ৪ নভেম্বর ২০২৫

নীলফামারীতেই হচ্ছে চীনের হাজার শয্যার হাসপাতাল

ফাইল ছবি

অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের অর্থ সহায়তায় এক হাজার শয্যার হাসপাতাল। হাসপাতালটি নির্মাণ হবে জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে। সাড়ে ২৫ একর জায়গায় ইতোমধ্যে  মাস্টারপ্ল্যান ও বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কলন তৈরির জন্য নোটিশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

চীন সরকারের উপহারের এই হাসপাতাল স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মন্ত্রণালয়ের এমন নোটিশে আশাবাদী রংপুর বিভাগের মানুষ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নোটিশে সই করেন উপ-সচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর। অতীব জরুরি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নোটিশটি।

আরও পড়ুন<<>>মনোনয়ন বঞ্চিতদের হতাশ না হওয়ার পরামর্শ মির্জা ফখরুলের

জেলার ব্যবসায়ী আখতারুজ্জামান খান, এনজিও কর্মকর্তা সাইফুল ইসলাম ও শিক্ষক নাজমুল হুদা বলেন, এখানে হাসপাতাল নির্মাণে অনেক ষড়যন্ত্র হলেও সরকারের ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে নির্মাণ হতে যাচ্ছে। জেলার মানুষের আন্দোলন বিফলে যায়নি। এর ফলে এলাকার স্বাস্থ্যসেবার মান যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াবে।  পিছিয়ে পড়া এ জনপদের মানুষের উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাইরে যেতে হবে না।

প্রাথমিক সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়ে  নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারি জায়গা রয়েছে। চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনে ২৫ একর জায়গা প্রয়োজন। ২৫ একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়