Apan Desh | আপন দেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে, নিশ্চয়তা পেলেই স্বাক্ষর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ২২ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে, নিশ্চয়তা পেলেই স্বাক্ষর’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ছবি তোলেন এনসিপি নেতারা

বাস্তবায়ন কীভাবে হবে, সে নিশ্চয়তা পেলেই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বাক্ষর করবে। এ মন্তব্য করেছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদ দিয়ে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদ নিয়ে কাগজে-কলমে বিশ্বাসী নয় এনসিপি। বাস্তবায়ন কীভাবে হবে, সে নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।

আরও পড়ুন>>>‘নির্বাচন প্রলম্বিত করতে বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’

তিন দাবির বিষয়ে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই সনদের আদেশ শুধু ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন, নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করা হবে- এ তিনি দাবি বিবেচনা করলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।
 
জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত বিষয়গুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিবেচনা করবেন বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান এনসিপির আহ্বায়ক।
 
জুলাই গণহত্যার বিচার নিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে, এটাকে সাধুবাদ জানিয়েছি। এর মাধ্যমে আমরা একটি ধাপ এগিয়েছি। তবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।
 
প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের আগে বিচারের রোড ম্যাপ দেয়ার দাবির কথাও জানান নাহিদ ইসলাম।
  
নির্বাচন কমিশন (ইসি) ইস্যুতে তিনি বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছি। ইসির বর্তমান আচরণ নিরপেক্ষ হচ্ছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা মনে করি, এ মুহূর্তে এই কমিশন পুনর্গঠন হওয়া প্রয়োজন।
 
জনপ্রশাসনের বিষয়ে নাহিদ বলেন, জনপ্রশাসনের ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। আমরা শুনতে পাচ্ছি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দলের ভাগ বাটোয়ারা হচ্ছে।
 
উপদেষ্টা পরিষদের দক্ষতা বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি- ছাত্র উপদেষ্টাদের যদি কোনো নির্দিষ্ট দলের সংশ্লিষ্ট হিসেবে দেখা হয়, তাহলে অন্যান্য দলের সুপারিশে যারা উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন তাদেরও একইভাবে দেখতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়