
ছবি: আপন দেশ
জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে। গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় সংসদ নির্বাচন। এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ সব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, সে নির্বাচনের মধ্য দিয়ে হবে স্বাধীন জাতীয় সংসদ ও গণতান্ত্রিক সরকার। কিন্তু নির্বাচন কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র বারবার সক্রিয় হয়েছে। গত ১৪ মাসে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র আমরা পার করে এসেছি। তারপরও তারা বারবার নির্বাচন পিছিয়ে দিতে চেষ্টা করছে।
আরও পড়ুন>>>বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না: আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, এখন কিছু রাজনৈতিক দল একদিকে প্রার্থীদের মাঠে নামিয়েছে, ভোট চাইছে; অন্যদিকে রাস্তায় আন্দোলন করছে। এ দ্বিচারিতা গণতন্ত্রের সহায়ক নয়। আপনারা যদি আন্দোলনের নামে নির্বাচন ব্যাহত করেন, এর দায় আপনাদেরই নিতে হবে।
সবাইর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আসুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে; তাকেই ভোট দেবে। এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ প্রমুখ
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।