
মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী
দুর্নীতির অভিযোগে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউয়ের (এনবিআর) সেই কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এ আদেশ জারি করা হয়। একদিন আগে দফতর বদল করে তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছিল৷
এনবিআরের অন্যান্য দায়িত্বের তুলনায় পদটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় এ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে তিনি বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এবং ডিউটি এক্সেমশন অ্যান্ড ড্র-ব্যাক অফিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুদকের মহাপরিচালক আকতার হোসেন মঙ্গলবার (০৭ অক্টোবর) বলেন, তদন্তে বেলালের নামে ঘোষিত সম্পদের বাইরে আরও বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। বেলাল তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া সম্প্রতি সরকারি আদেশে (জিও) ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণে অংশ নিতে অনুমতি পেলেও তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। এ বিষয়ে এনবিআর তার কাছে ব্যাখ্যা চেয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (০৭ অক্টোবর) জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেলালের বিরুদ্ধে মামলা করে দুদক।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।