Apan Desh | আপন দেশ

বিশ্ব ডাক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৫২, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:২৯, ৯ অক্টোবর ২০২৫

বিশ্ব ডাক দিবস আজ

ফাইল ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (০৯ অক্টোবর) উদযাপিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ এ প্রতিপাদ্যের মাধ্যমে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেয়া, সরকারের সঙ্গে নাগরিকদের সংযোগ দৃঢ় করা ও টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরা হচ্ছে।

গতকাল বুধবার বিকেলে আগারগাঁও ডাক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আরও পড়ুন>>>ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত

ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৮টায় শোভাযাত্রা শেষে সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক একটি সেমিনারও আয়োজিত হবে। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়