Apan Desh | আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নে আজ সুপারিশ দেবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৫, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫৪, ২৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে আজ সুপারিশ দেবে কমিশন

ফাইল ছবি

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ আজ। দুপুর ১২টায় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক হয়েছে।

বৈঠকে ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশন সদস্যরা এ সময় অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ১৭ অক্টোবর জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়। বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিকদল ও জোট এতে স্বাক্ষর করেন। এর ২ দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম।

তবে এখনও সই করেনি এনসিপিসহ কয়েকটি বাম দল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত ১৫ ফেব্রুয়ারি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে। রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়