
ফাইল ছবি।
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এদিন রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ডাকাতির ঘটনায় গাড়ি চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরওপড়ুন<<>>শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২
এডিসি আরও বলেন, ডিওএইচএস’র ওই বাসায় ৮ জন গিয়েছিলেন। তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকী চারজন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে।
ওই বাসার মালিক হোসনে আরা চম্পার দাবি, মূলত ডাকাতি করার জন্যই বাসায় প্রবেশ করে দলটি। ডাকাতি শেষে তারা বিভিন্ন ধরণের হুমকি দেয়।
উল্লেখ্য, এ ঘটনায় সোর্স হারুন অর রশিদকে প্রথম আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।