Apan Desh | আপন দেশ

‘জঙ্গিসংশ্লিষ্টতা’ তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫৫, ৫ জুলাই ২০২৫

‘জঙ্গিসংশ্লিষ্টতা’ তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

ফাইল ছবি

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে যোগাযোগ করেছে। তারা আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে চেয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বলা হয়েছে, পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন>>>যুক্তরাষ্ট্রে বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এ ক্ষেত্রে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়