Apan Desh | আপন দেশ

মিরপুরে শ্যামল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ১৮ মে ২০২৫

আপডেট: ২১:৩৪, ১৮ মে ২০২৫

মিরপুরে শ্যামল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি।

রাজধানীর মিরপুর-১৩’র শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরওপড়ুন<<>>ডিবিতে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্মা।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, আমাদের কাছে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে মোট ৭টি ইউনিট কাজ করে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়