
ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলেই তাকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটিতে দেখা গেছে, শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও মাহফুজ আলমের সঙ্গে রয়েছেন।
আরওপড়ুন<<>>তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ
মাহফুজ আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিসে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে উপদেষ্টা তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হুসাইনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করতে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জবির চলমান সমস্যার সমাধানে সরকারের স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপদেষ্টা মাহফুজ যমুনার সামনে পুলিশি ব্যারিকেটের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টা মাহফুজের মাথায় লাগে। তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।