Apan Desh | আপন দেশ

ঈদুল আজহার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৭ মে ২০২৫

ঈদুল আজহার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ছবি : আপন দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (০৭ মে) রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এ দুই শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা– স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন– বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ কার্যক্রম এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে।

একইসঙ্গে হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী পরিবহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি দায়িত্বে নিয়োজিত অফিসগুলো যথারীতি চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আর আদালত সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়