
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে। সকালে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা আমাদের প্রতিবেদন হস্তান্তর করবো।
সুপারিশে কি কি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে জানতে চাইলে শিরীন পারভিন হক বলেন, নারীর প্রতি সকল ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে। প্রস্তাবনা জমা দেয়ার পর বিকেল সাড়ে ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিস্তারিত জানাবো। সংবাদ সম্মেলনে আসার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করছি।
তিনি বলেন, এর আগে কমিশনের কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি করায় আমরা প্রস্তাবনা জমা দেয়ার সময় বাড়িয়ে নিয়েছিলাম। আমরা ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেব বলেছিলাম। সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ মার্চ। সে অনুযায়ী সব কাজ করা হয়েছে। কিন্তু এরইমধ্যে কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে। তাই আমরা ৩০ মার্চ প্রতিবেদনটি আর জমা দেইনি।
তিনি জানান, প্রতিবেদনটি জমা দিতে আমরা ১৯ এপ্রিল পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়ে নিয়েছিলাম। সে সময় অনুযায়ী শনিবার আমরা আমাদের প্রস্তাবনা জমা দিতে যাচ্ছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।