Apan Desh | আপন দেশ

বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ১৩ অক্টোবর ২০২৪

বিজয়া দশমীতে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

ছবি: আপন দেশ

সারাদেশে রোববার (২৩ অক্টোবর) বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা—বিসর্জন দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

গত ৯ অক্টোবর চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মাধ্যমে ষষ্ঠী তিথিতে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। এরপর টানা পাঁচ দিন ধরে সারাদেশের পূজামণ্ডপগুলোতে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়।

এ বছর দেবী দুর্গার আগমন ঘটে দোলায় বা পালকিতে। যা শাস্ত্রমতে মড়কের সংকেত বহন করে। অন্যদিকে দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। যার ফলাফল হয় ছত্রভঙ্গ। এটি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস দেয়। যা যুদ্ধ ও বিপ্লবের সম্ভাবনা নির্দেশ করে।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা ফিরে গেলেন কৈলাসে, স্বামী শিবের গৃহে। তবে তিনি আবারও ফিরে আসবেন পরবর্তী শরতে, তার বাবার বাড়িতে। প্রতিমা বিসর্জনের জন্য সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়। একই সময়ে রাজধানীর তুরাগ নদীতেও বিসর্জন চলতে থাকে। নিরাপত্তার জন্য সড়কে পুলিশের টহল এবং নদীতে নৌপুলিশের টহল দেখা যায়। ফায়ার সার্ভিসও এ সময় দায়িত্ব পালন করে।

দুপুরে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাকে করে প্রতিমা নিয়ে পলাশীর মোড়ে এসে সমবেত হন। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা বিসর্জন না দেয়া হলেও পূজায় ব্যবহৃত দেবীর ফুল, বেলপাতা এবং ঘট বিসর্জন দেয়া হয়।

এ বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকায় ২৫২টি মণ্ডপে পূজা উদযাপিত হয়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ‘ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি’ আইসিসিকে ফের চিঠি পাঠাল বিসিবি আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে : নাহিদ গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার স্বর্ণ-রুপার দাম কমেছে, আজকের বাজারদর জেনে নিন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন কাসেমিরো সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ