Apan Desh | আপন দেশ

ঢাকা-করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে চায় পাকিস্তান। সেসঙ্গে পাট আমদানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিক।

পাকিস্তানি হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য এগিয়ে নেয়ার জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। সামনের দিনে দুই দেশের মধ্যে নানা বিষয়ে সম্পর্ক আরো জোরদার হবে। সম্প্রতি ভয়াবহ বন্যার মুখোমুখি হয় বাংলাদেশ। তাই বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশেকে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান।

অর্থ উপদেষ্টা বলেন, পাকিস্তান আমাদের দেশ থেকে পাট নিতে চায়। আমাদের দেশের পাট এত ভালো সেটা তাদের জানা ছিল না। সরাসরি ঢাকা থেকে করাচি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে। যৌথভাবে কিছু প্রকল্প নেয়ার ব্যাপারেও কথা হয়েছে। পাকিস্তান এবং আমরা কেউই তাড়াতাড়ি কোনো কিছু করতে চাচ্ছি না। প্রস্তুতির বিষয় রয়েছে। এতদিন সম্পর্কের ক্ষেত্রে নানা কারণে এক ধরনের স্থবিরতা ছিল। সেটা কাটিয়ে ওঠার বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। জিটুজি ছাড়াও বেসরকারি পর্যায়ে বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আমরা কথা বলেছি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়