আরটিভির লোগো ও ইলিয়াস হোসেন।
বেসরকারি টেলিভিশন আরটিভির বার্তা প্রধান হলেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন। বুধবার (০১ জানুয়ারি) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
ইলিয়াস হোসেনের জন্মস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বিলডগা গ্রামে। বোহেমিয়ান জীবন যাপনের জন্য লেখাপড়ায় অনিয়মিত ছিলেন তিনি। দর্শন ও সাংবাদিকতা বিষয়ে লেখাপড়া করেন। পিআইবির সাংবাদিকতায় এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ইলিয়াস হোসেন।
আরও পড়ুন<<>> ‘দেশ রূপান্তর’ হবে জনগণের কণ্ঠস্বর: কামাল উদ্দিন সবুজ
টাঙ্গাইলের স্থানীয় দৈনিক ‘আজকের টেলিগ্রাম’ দিয়ে সাংবাদিকতায় হাতে খড়ি তার। ইলিয়াস হোসেন দৈনিক মানবজমিন দিয়ে শুরু করেন ঢাকায়। এরপর চ্যানেল ওয়ান, বাংলাভিশন, ইন্ডিপেনডেন্ট টিভি, নিউজ এডিটর ছিলেন এসএটিভির।
এছাড়া একাধিক সাংস্কৃতিক সংগঠন ও পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। ইলিয়াস হোসেন গোপালপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগী সদস্য তিনি।
আরও পড়ুন<<>> দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক হলেন আলাউদ্দিন আরিফ
২০০৬ সাল থেকে টিভি টকশো উপস্থাপনা করেন। টিভিতে এবং মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায়ও প্রতিভার পরিচয় দিয়েছেন। গত ছ'বছর টকশোতে এক রকম নিষিদ্ধ ছিলেন সিনিয়র এ সাংবাদিক।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































