Apan Desh | আপন দেশ

ইসলামি লেখক ফোরাম পদক পেলেন তিন গুণী লেখক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৪১, ২৩ আগস্ট ২০২৫

ইসলামি লেখক ফোরাম পদক পেলেন তিন গুণী লেখক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের উদ্যোগে ‘লেখক ফোরাম পদক ২০২৫’ পেয়েছেন দেশের বরেণ্য তিন গুণী লেখক।  শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মিলনে এ পদক দেয়া হয়।

এদের মধ্যে তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতায় অবদান রাখায় মাওলানা মুহাম্মাদ সালমান, আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় অবদানের জন্য মুফতি হিফজুর রহমান ও মৌলিক সাহিত্য রচনায় অবদানের জন্য মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন পদকপ্রাপ্ত হন।

এছাড়া এদিন লেখক ফোরাম আয়োজিত জাতীয় সাহিত্য প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। প্রবন্ধ ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন নেত্রকোনার আল মামুন তালুকদার, দ্বিতীয় হয়েছেন ঢাকার কাজী একরাম, তৃতীয় হয়েছেন কুমিল্লার কাজী বেলাল রাজী। গল্পে সেরা হয়েছেন- ঢাকার তামীম আল আদনান প্রথম, গাজীপুরের আহমদা যুবায়ের খান দ্বিতীয় ও ঢাকার রহমতুল্লাহ শিহাব তৃতীয়। ছড়ায় প্রথম হয়েছেন মৌলভীবাজারের মেরাজুল ইসলাম শওকত, দ্বিতীয় ঢাকার মুজাহিদ আল কারিম ও ঢাকার মুস্তাকিম বিল্লাহ তৃতীয় হয়েছেন। এছাড়া এসব ক্যাটাগরিতে আরও পাঁচজন করে ১৫ জনকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।

যুগপূর্তি উৎসবে দেয়ালিকা ও ম্যাগাজিন প্রদর্শনীর আয়োজন করা হয়। ৩টি দেয়ালিকা ও ৩টি ম্যাগাজিনকেও সেরা ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

এদিন দুপুর থেকে কবি, লেখক, সাহিত্যিক ও অতিথিদের আগমনে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। কেউ দেখছেন থরে থরে সাজানো মাদরাসাছাত্রদের আঁকা দেয়ালিকা, কেউ হাতে নিচ্ছেন ম্যাগাজিন। বিকেল ৩টা থেকে শুরু হয় অনুভূতি প্রকাশ ও বক্তৃতা। একে একে মঞ্চে উঠেন লেখক ও অতিথিরা। শ্রোতারা মুগ্ধ হতে থাকেন তাদের জ্ঞানগর্ভ আলোচনায়। অনুষ্ঠানের এক ফাঁকে আগতদের সবার হাতে দেয়া হয় লেখক ফোরামের যুগপূর্তির সমৃদ্ধ স্মারক।

আরওপড়ুন<<>>জবি নাট্যকলার হাত ধরে প্রথমবার দেশের মঞ্চে ‘তর্পন বাহকেরা’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম। সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও সহ-সভাপতি জিয়াউল আশরাফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, লেখক শরীফ মুহাম্মাদ, লেখক ও অনুবাদক জুবায়ের আহমদ আশরাফ, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, যমযম নুর গ্রুপের চেয়ারম্যান  হাফেজ নুর মোহাম্মদ, লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বার্তা টোয়েন্টিফোরের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ঢাকামেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময়ের আলোর মাল্টিমিডিয়া হেড সাঈদ রহমান, শীলন বাংলাদেশের সভাপতি মাসউদুল কাদির, দীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান, লেখক একটিভিস্ট রুহুল আমিন সাদী, মনযুরুল হক প্রমুখ।

পদকপ্রাপ্ত লেখকদের মধ্যে মাওলানা মুহাম্মাদ সালমানের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে। রাজধানী মিরপুর ১২ নম্বরে অবস্থিত মাদরাসা দারুর রাশাদের প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি। লেখকদের পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। মাওলানা সালমান বিভিন্ন বিষয়ে ত্রিশের অধিক বই লিখেছেন।

মুফতি হিফজুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর হাওলা গ্রামে দারুল উলুম বরুড়া মাদরাসায় কর্মজীবন শুরু। বর্তমানে জামিয়া রাহমানিয়াসহ একাধিক মাদরাসায় বুখারি শরিফ পড়াচ্ছেন। তিনি আরবি ও বাংলা ভাষায় বেশ কিছু বই লিখেছেন। মিসর থেকে তার দুটি বই ছাপা হয়েছে।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার চাষিরচরে। বর্তমানে রামপুরার জামিয়া কাসেম নানুতুবীতে বুখারি পড়াচ্ছেন তিনি। তার বেশ কিছু সৃজনশীল মৌলিক বই ও অনুবাদের বই রয়েছে। লেখালেখিতে অনন্য অবদানের জন্য তিনি মাসিক নকীব পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় পাঁচশত লেখক এ সংগঠনের সদস্য হয়েছেন। বিভিন্ন কার্যক্রম দ্বারা লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়