ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারকে ‘উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ অংশ নেয়ার অভিযোগে একটি মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু হয়েছে। অভিযোগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ মামলার শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এরপর গ্রেফতার হয়ে কারাগারে থাকা ৩০ জন আসামির মধ্যে ২০ জনের অব্যাহতির শুনানি হয়। তাদের আইনজীবীরা অব্যাহতি চান। বাকি আসামিদের অব্যাহতির শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, মামলায় ৩০ আসামি কারাগারে আছেন। ২০ জনের অব্যাহতির শুনানি শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি বাকি ১০ জনের শুনানি হবে। এরপর অভিযোগ গঠন শেষ করে বিচার শুরু হতে পারে বলে তিনি আশা করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ মার্চ সিআইডি রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ৩০ জুলাই সিআইডি অভিযোগপত্র দেয়। এতে আসামি ২৮৬ জন। এরপর ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে। একই দিন গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ১১ নভেম্বর মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন <<>> ট্রান্সকমের সিমিনসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিং হয়। সেখানে শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী ছিলেন।
অভিযোগ অনুযায়ী, সেখানে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জন কারাগারে আছেন। শেখ হাসিনাসহ ২৫৬ জন দেশের বাইরে আছেন।
কারাগারে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন— খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেড প্রধান কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, একেএম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































