মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপি হিসেবে তার নাম বহাল থাকায় আইনি জটিলতায় পড়েছেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের সিদ্ধান্তের পর এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আজ বিচারপতি রেজাউল হকের চেম্বার জজ আদালতে মান্নার করা আপিল আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো রায় না দিয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৯ ডিসেম্বর তারিখ ধার্য করেন।
নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ১২-এর দফা (১) ও উপ-দফা (ঠ) অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের পূর্বের দিন পর্যন্ত কেউ ঋণখেলাপি থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আজ ২৮ ডিসেম্বর ছিল সেই সময়সীমা, যার মধ্যে মান্নার খেলাপি ঋণের বিষয়টি নিষ্পত্তি হয়নি। ফলে আইনত তার নির্বাচনে লড়ার আর কোনো সুযোগ থাকছে না।
আরও পড়ুন>>>শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, বন্ধ যান চলাচল
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার ও সিআইবি স্থগিত চেয়ে মাহমুদুর রহমান মান্না হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। শুনানি শেষে হাইকোর্ট সে রিট খারিজ করে দেন। পরবর্তীতে তিনি চেম্বার জজ আদালতে আপিল আবেদন করেন।
আজকের শুনানিতে বাদীপক্ষে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ উজ্জ্বল হোসাইন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসাইন জানান, ১২ এর দফা (১), উপ দফা (ঠ) অনুযায়ী মাহমুদুর রহমান মান্না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। মনোনয়ন দাখিলের আগের দিন হওয়া শুনানিতে মহামান্য আপিল বিভাগ কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করায় বাদী মান্না ঋণখেলাপি থেকে গেলেন। ফলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।
এদিকে, গত ২১ ডিসেম্বর ঋণ পুনঃতফসিলের আবেদনে নথিপত্র জালিয়াতির প্রমাণ পাওয়ায় ইসলামী ব্যাংক আগের দেয়া স্যাংশন লেটার বাতিল করে দেয়। এতে মান্নার ঋণসংক্রান্ত জটিলতা আরও ঘনীভূত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































