Apan Desh | আপন দেশ

অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য জানালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৫

অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য জানালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

ক্যারোলিন লিভিট। ছবি : সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি (হোয়াইট হাউস) ক্যারোলিন লিভিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন, সিবিএস ও এএফপি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অন্তঃসত্ত্বা লিভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যা সন্তান আসছে। তিনি লেখেন, ‘বড়দিনের সেরা উপহার একটি কন্যা সন্তান।’

অন্তঃসত্ত্বা লিভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘হোয়াইট হাউসে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন।

তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়