Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

শীতকালীন ঝড় ‘ডেভিন’র কারণে যুক্তরাষ্ট্রজুড়ে দেড় সহস্রাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির  বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে। ছুটির মৌসুমে এভাবে ফ্লাইট বিপর্যয়ের ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

উল্লেখ্য, ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের

শুক্রবার ৪ কোটির বেশি মার্কিন নাগরিক শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় তথাকথিত ‘অ্যাটমোসফেরিক রিভার’-এর প্রভাবে টানা ভারি বৃষ্টিপাতে আরও প্রায় ৩ কোটি মানুষবন্যা বা ঝড় সংক্রান্ত সতর্কতার মধ্যে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে শুক্রবার রাতেই সর্বোচ্চ ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সে সময়  কানাডা থেকে একটি প্রবল আর্কটিক শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ও লাগুয়ার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের বিষয়ে সতর্ক করেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, মোট বাতিল ও বিলম্বের অর্ধেকেরও বেশি ঘটনা ঘটেছে এই তিনটি বিমানবন্দরে।

বিমান সংস্থাগুলোর মধ্যে জেটব্লু এয়ারওয়েজ শুক্রবার সবচেয়ে বেশি ২২৫টি ফ্লাইট বাতিল করেছে। এর পরেই রয়েছে ডেল্টা এয়ার লাইনস** — ২১২টি ফ্লাইট বাতিল। রিপাবলিক এয়ারওয়েজবাতিল করেছে ১৫৭টি, আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্সবাতিল করেছে ৯৭টি ফ্লাইট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়