Apan Desh | আপন দেশ

গ্রিসে সমুদ্র উপকূল থেকে ৪৩৭ বাংলাদেশি উদ্ধার

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৪, ২২ ডিসেম্বর ২০২৫

গ্রিসে সমুদ্র উপকূল থেকে ৪৩৭ বাংলাদেশি উদ্ধার

ছবি: সংগৃহীত

গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র উপকূল থেকে প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের ৪৩৭ জনই বাংলাদেশের নাগরিক। তারা একটি মাছ ধরার নৌকায় ছিলেন। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী এ খবর জানিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তবিষয়ক সংস্থা ‘ফ্রন্টেক্সের’ একটি নৌকা লিবিয়া সমুদ্রের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয়প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাদের উদ্ধার করা হয়। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকৃতদের রেথিম্নো শহরের কিত্রেনোসি নামের একটি ভবনে নেয়া হয়। সেখানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে অভিবাসীদের নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরও পড়ুন<<>>বাংলাদেশি সন্দেহে ভারতীয় শ্রমিককে পিটিয়ে হত্যা

স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও দুইটি শিশু রয়েছে। বাকি সবাই পুরুষ। প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর এখন মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে।

রেথিম্নো পৌর কর্তৃপক্ষ বলছে, এত বড় সংখ্যক অভিবাসীকে সামাল দেয়ার মতো অবকাঠামো শহরটিতে নেই। স্থানীয় প্রশাসনের দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে পরিস্থিতি সামলাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় সিদ্ধান্ত হয়েছে, সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে। বাকি ব্যক্তিদের আগামী সপ্তাহে স্থানান্তর করা হবে।

জাতীয়তা বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশিদের পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিকও রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রের ধারণা, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করে গ্রিসের উপকূলে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ উদ্ধার অভিযানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দূতাবাসের কাছে পৌঁছায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়