Apan Desh | আপন দেশ

মাদুরোকে ক্ষমতা ছাড়তে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২ ডিসেম্বর ২০২৫

মাদুরোকে ক্ষমতা ছাড়তে বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে নিরাপদে অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টেলিফোনালাপকালে মাদুরোকে এ প্রস্তাব দেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ামি হেরাল্ড। 

প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে রাজি হননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

রোববার (৩০ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প মাদুরোর সঙ্গে তার কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফোনালাপটি ‘শুধুই একটি কল’, এটি ভালো না খারাপ ছিল—সে বিষয়ে মন্তব্য করতে চান না। ধারণা করা হয়, ২১ নভেম্বর দুই নেতার মধ্যে এই আলাপ হয়, যদিও বিষয়টি নিয়ে দুই দেশই কোনো আনুষ্ঠানিক বিবরণ দেয়নি।

মিয়ামি হেরাল্ডকে কয়েকটি সূত্র জানায়, ট্রাম্প মাদুরোকে সরাসরি সতর্ক করে বলেন—তাৎক্ষণিকভাবে পদত্যাগ করলে তিনি ও তার পরিবার নিরাপদ থাকতে পারবেন। সংবাদমাধ্যমটি উদ্ধৃত সূত্রের দাবি, ট্রাম্প মাদুরোকে বলেন, তিনি এখনই ক্ষমতা ছাড়লে নিজে এবং পরিবারের সদস্যদের বাঁচাতে পারবেন।

আরও পড়ুন<<>>মদ বিক্রির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব

এ প্রস্তাব প্রত্যাখ্যান করে মাদুরো জানান, তিনি রাজনৈতিক ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা ভাবতে পারেন, তবে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চান। এরপর দুই নেতার মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, চলতি সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এরপর মাদুরো আবার তার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করলেও, ট্রাম্প কোনো সাড়া দেননি। মিয়ামি হেরাল্ড জানায়, প্রথম ফোনালাপটি ব্যবস্থা করে ব্রাজিল, কাতার ও তুরস্ক।

এদিকে, সোমবার (০১ ডিসেম্বর) হাজারো সমর্থকের সামনে দেয়া বক্তৃতায় মাদুরো বলেন, ভেনেজুয়েলার জনগণ কোনোভাবে ‘বশ্যতা স্বীকারের শান্তি’ চায় না। বিশ্লেষকদের মতে, ট্রাম্প মাদুরোর ওপর চাপ বাড়ালেও তাকে সরাতে বড় কোনো সামরিক অভিযান নেবেন—এমন সম্ভাবনা খুবই কম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়