ছবি: সংগৃহীত
টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস্ট ট্রাষ্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে লুকলায় টানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ সময় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন<<>>যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, আটকে রেখেছে ত্রাণ
সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরে আসা পর্যটকরা লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, পর্যটনের মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করে; কিন্তু এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।
নেপালের সরকারি তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিট থাকা প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন কোশিসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































