Apan Desh | আপন দেশ

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

ছবি: সংগৃহীত

কয়েক ডজন ট্যাঙ্ক এবং সামরিক বাহন নিয়ে গাজা সিটির প্রধান আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের দ্বিতীয় দিনেই গাজা শহর দখলের লক্ষ্যে দখলদার বাহিনীর। প্রাণ ভয়ে মানুষ উপকূলের দিকে সরে যাচ্ছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্ক, বুলডোজার এবং সাঁজোয়া যানগুলো উত্তর গাজা সিটির শেখ রাদওয়ানের পথে চলেছে।

নিজেদের অগ্রযাত্রাকে আড়াল করার জন্য ইসরায়েলি বাহিনী কামানের গোলা এবং স্মোক বম্ব নিক্ষেপ করায় চারদিকে মেঘের মত ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। যুদ্ধের আগে এ শেখ রাদওয়ান জেলায় কয়েক হাজার মানুষের বসবাস ছিলো। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়ানোর জন্য সেনাবাহিনী শহরের অভ্যন্তরে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট মোতায়েন করেছে, যা বিমান বাহিনীর সমর্থনে কার্যক্রম চালাচ্ছে।

ইসরায়েলি সেনারা শহরের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, যেখানে আল-রশিদ উপকূলীয় সড়ক অবস্থিত, যা দক্ষিণের দিকে চলে গেছে।

জনবহুল এলাকায় চালানো হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকেরা জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমানের মাধ্যমে বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই রোবট যান ব্যবহার করে এলাকা ধ্বংস করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়