Apan Desh | আপন দেশ

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না মস্কো’ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:১০, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না মস্কো’ 

সের্গেই ল্যাভরভ

রাশিয়া পশ্চিমা দেশগুলোর ওপর কোনো প্রতিশোধ নিতে চায় না। বরং নির্দিষ্ট শর্তে তাদের সঙ্গে আবারও কাজ করতে আগ্রহী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই আলোচনার মাধ্যমে ও সমান মর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার (০৮ সেপ্টেম্বর) মস্কোর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন ল্যাভরভ। সেখানে তিনি রাশিয়ার বর্তমান অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, কারও ওপর রাগ পুষে রাখা বা প্রতিশোধ নেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এগুলো খুব খারাপ বিষয়।

তিনি আরও বলেন, যখন আমাদের সাবেক পশ্চিমা সঙ্গীরা তাদের ভুল বুঝতে পারবে ও রাশিয়ার সঙ্গে কাজ করতে চাইবে, আমরা তাদের ফিরিয়ে দেব না। তবে সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া নিজেদের স্বার্থের কথা আগে ভাববে বলে তিনি উল্লেখ করেন। ল্যাভরভ বলেন, আমরা এমনভাবে সহযোগিতা করব যাতে রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো কোনো ঝুঁকির মুখে না পড়ে।

আরও পড়ুন>>>আন্দোলনের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের অবসানের কথাও বলেন। তিনি জানান, এ সংঘাতের পেছনের ‘মূল কারণ’ দূর করতে হবে। তার মতে, মূল সমস্যা সমাধান না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট আলাস্কার অ্যাংকারেজ শহরে এ বৈঠকটি হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় সাড়ে তিন বছর পর দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এটাই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ।

ল্যাভরভ বলেন, এ বৈঠক প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী। ওয়াশিংটনও ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো খুঁজে বের করে তা সমাধান করার ওপর জোর দিয়েছে বলে তিনি জানান

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়