Apan Desh | আপন দেশ

সমকামিতার অভিযোগে ইসরায়েলের সাত সেনাসদস্য আটক 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১০ জুলাই ২০২৫

সমকামিতার অভিযোগে ইসরায়েলের সাত সেনাসদস্য আটক 

ফাইল ছবি

যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর ‘অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ইউনিটে কর্মরত সাতজন সেনাসদস্যকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, তারা জুনিয়র সহকর্মীদের জোরপূর্বক সমকামী কর্মকাণ্ডে বাধ্য করেন, শারীরিক নির্যাতন ও মানসিকভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

স্থানীয় সময় বুধবার (০৯ জুলাই) রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মিলিটারি পুলিশের বরাতে বলা হয়েছে, অভিযুক্ত সেনারা একটি তথাকথিত ‘দীক্ষা অনুষ্ঠান’-এর সময় এ অপরাধগুলো করেন।

১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনা একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন।

তদন্তে উঠে এসেছে, জোরপূর্বক সমকামী কার্যক্রমে যুক্ত করা, যৌন হেনস্তা, শারীরিকভাবে আঘাত করা, মানসিক চাপ তৈরি করা এবং নানা ধরনের ভয় দেখানোর মতো অভিযোগ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে বাহিনী কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এমন অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়