Apan Desh | আপন দেশ

রাকসুর ফর্ম বিতরণে বাধা, শিবিরের প্রতিবাদ 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০৭, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১১, ৩১ আগস্ট ২০২৫

রাকসুর ফর্ম বিতরণে বাধা, শিবিরের প্রতিবাদ 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসুর কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রদল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাকসু নির্বাচন নির্দিষ্ট সময়েই আয়োজনের আহবান জানিয়েছে ছাত্রশিবির। 

রোববার (৩১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, একটি মহল বিভিন্ন মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেও রাকসু ভবনের সামনে ফর্ম বিতরণে বাধা প্রদান ও ভাংচুর করে ছাত্রদল সরাসরি নির্বাচন বানচালের চেষ্টা করছে৷ আমরা এমন অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন <<>>রাকসু কার্যালয়ে ছাত্রদলের তালা-ভাঙচুর

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, রাকসু আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ। সকল ষড়যন্ত্র এবং বাধা উপেক্ষা করে আপনারা একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং ক্রেডিবল নির্বাচন উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি।

একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ, ত্রুটিযুক্ত ভোটার তালিকা সংশোধন, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ঘোষিত সময়ের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। এর ব্যতিক্রম হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম। তাই রাকসু নির্বাচন বানচালের যাবতীয় নীলনকশা এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহবান জানাই। পাশাপাশি যারা রাকসু বানচাল ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেয়ার আহবান জানাচ্ছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়