
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার কানো প্রদেশে যাত্রীবাহী বাস সেতুর নিচে পড়ে ২১ ক্রীড়াবিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রদেশটির গারুন মালম এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসটি ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে কানোতে ফিরছিল। মোট ৩১টি বাসের একটি ছিল দুর্ঘটনা কবলিত বাসটি। এতে ৩৭ জন আরোহী ছিলেন। যাদের অধিকাংশই ছিলেন ক্রীড়াবিদ ও কর্মকর্তা।
শনিবার স্থানীয় সময় ৮টার দিকে গারুন মালম এলাকায় ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৯ জন প্রাণ হারান। পরে হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
আরওপড়ুন<<>>তিস্তায় পানি বাড়ায় ভারতে রেড অ্যালার্ট, সতর্কবার্তা বাংলাদেশেও
দৈনিক নাইজেরিয়া টাইমস জানিয়েছে, বাসটির সঙ্গে কোনো বাহনের সংঘর্ষ হয়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাকি ৩০টি বাস নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
কানো রাজ্য স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি ফোনে জানান, এ ক্রীড়াবিদরা কানো রাজ্য স্পোর্টস কমিশনের একটি বাসে করে ফেরার সময় সেতু থেকে পড়ে উল্টে যায়।
এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। এক শোকবার্তায় তিনি বলেন, তারা ছিলো আমাদের জাতির সেরাদের অন্যতম নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল। দেশজুড়ে এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।