Apan Desh | আপন দেশ

তুরস্কে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ২৩ মে ২০২৫

আপডেট: ২২:৪০, ২৩ মে ২০২৫

তুরস্কে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেফতার

ছবি: সংগৃহীত

পূর্ব ইউরোপের দেশ তুরস্কে ৫৬ জন সেনা কর্মকর্তাসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ৩৬টি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সাবাহ।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ইস্তাম্বুলের আইন প্রয়োগকারী সংস্থা এ অভিযান পরিচালনা করেন।  

ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, গুলেনিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের সশস্ত্র বাহিনীর (টিএসকে) ৫৬ সেনাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে চারজন কর্নেল, আটজন লেফটেন্যান্ট কর্নেল, ১২ জন মেজর, ১৫ জন ক্যাপ্টেন এবং ২৪ জন নন-কমিশনড অফিসার/সার্জেন্ট ছিলেন। বাকিরাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য।

আরওপড়ুন<<>>মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৯৭ অভিবাসী আটক

তুরস্ক সরকার গুলেনের হিজমেত আন্দোলনকে বোঝাতে ‘ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন’ নামটি ব্যবহার করে, যা একসময় নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের সঙ্গে এক সময় ঘনিষ্ঠ হলেও পরে গুলেন হয়ে ওঠেন তার প্রধান রাজনৈতিক শত্রু।

২০১৬ সালের ১৫ জুলাই তুর্কিতে সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে বরাবরই গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক সরকার। ওই  অভ্যুত্থানে  ২৫২ জন নিহত এবং ২ হাজার ৭৩৪ জন আহত হয়েছিল।

তুরস্কের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, গত বছরের অক্টোবরে তাদের নেতা ফেতুল্লাহ গুলেনের মৃত্যুর পর এ গোষ্ঠীটি অস্থিরতার মধ্যে রয়েছে। গুলেনের মৃত্যুর পরও বিশ্বজুড়ে গুলেন সমর্থকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় আঙ্কারা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়