Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৯৭ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৩ মে ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৯৭ অভিবাসী আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে এ মেগা অভিযান পরিচালনা করা হয়।

অভিবাসন আইনের বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা।

দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়ার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার (২২ মে) রাতে এ অভিযানে প্রথমে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৭১ বাংলাদেশী ছাড়াও ইন্দোনেশিয়ার ২০১, পাকিস্তানের ৪৬, মিয়ানমারের ২২৬, নেপালের ৪৪, ভারতের ৮ ও থাইল্যান্ডের একজন নাগরিক রয়েছে। এদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী।

আরওপড়ুন<<>>লন্ডনে সালমানপুত্র শায়ান এফ রহমানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দ

বৃহস্পতিবার রাত ৯টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। এতে সেলাঙ্গর ইমিগ্রেশন, পুত্রজায়া ইমিগ্রেশন, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং পেতালিং জয়া সিটি কাউন্সিলসহ ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন। আটককৃতদের পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য মালয়েশিয়ার সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

জাফরি আরও জানান, এসব অভিবাসীদের অধিকাংশই রেস্টুরেন্ট, মুদির দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। আটককৃতদের বিরুদ্ধে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অবস্থান করা, অবৈধ পারমিট ধারণ করা, ইমিগ্রেশন আইনের অন্যান্য লঙ্ঘনসহ নানা অপরাধের অভিযোগ আনা হয়েছে।
 
অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় অথবা নিয়োগ দেয়া হলে জনসাধারণ ও নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়