Apan Desh | আপন দেশ

জীবনের প্রথম নির্বাচনেই চমক দেখালেন প্রিয়াঙ্কা গান্ধী

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ২৩ নভেম্বর ২০২৪

জীবনের প্রথম নির্বাচনেই চমক দেখালেন প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের কেরালার ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে পাঁচ লাখ ভোটের ব্যবধান এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ফলে, জীবনের প্রথম নির্বাচনেই বিপুল ভোটে জয় পেতে চলেছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) সকালে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা এখনও চলছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ছয় মাস আগে, এ কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের সঙ্গে। নব্যা কোঝিকোড় পৌরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন।

গত এপ্রিলে, লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয় স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। 

রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল অনেক দিন আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গিয়েছে। তবে আগে কখনও নির্বাচনে লড়েননি তিনি। গত ২৩ অক্টোবর, কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়