Apan Desh | আপন দেশ

কঙ্গনা-দেব-রচনার মুখে হাসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ৪ জুন ২০২৪

আপডেট: ১৫:৩৯, ৪ জুন ২০২৪

কঙ্গনা-দেব-রচনার মুখে হাসি

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আজই নির্ধারণ হয়ে যাবে এবার দিল্লির মসনদে বসছে কোন দল, সরকার গঠন করছে কারা। তার আগে প্রাথমিক ভাবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন।

এর মধ্যে মান্ডি থেকে এবার বিজেপির হয়ে লড়াই করছেন কঙ্গনা রানাওয়াত। রাজনীতির ময়দানে চমক লাগাচ্ছেন বলিউডের কুইন। ২২ হাজার ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি। 

অন্যদিকে অরুণ গোভিলও মিরাট কেন্দ্র থেকে এগিয়ে আছেন। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও কিন্তু গোরখপুর কেন্দ্র থেকে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। তবে পবন সিং কিন্তু হালে পানি পাননি। তিনি পিছিয়ে রয়েছেন। গুরুগ্রাম থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাজ বব্বর।

আরও পড়ুন>> বিজেপি জোট ৩০০ ছুঁইছুঁই

রচনা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়ের তুলনায় পিছিয়ে থাকলেও সম্প্রতি হুগলি কেন্দ্র থেকে তিনি এগিয়ে গেছেন। আসানসোল থেকে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। তবে মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের থেকে বেশ অনেকটাই পিছিয়ে আছেন জুন মালিয়া। 

অন্যদিকে আবার যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ। বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শতাব্দী রায় সেখানে দেবতনু ভট্টাচার্যর থেকে এগিয়ে আছেন। 

ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন টালি সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী। মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই কেন্দ্রেই। একদিকে ঘাটালে দেব বনাম হিরণ। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের।

দুপুর ১২টা পর্যন্ত ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লাখ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন দেব। ফলে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল যে বেশ চমকপ্রদ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা