ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং ১ম–৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা ১৮ ডিসেম্বর শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর নতুন পাঠ্যক্রম অনুযায়ী বিএসসি ইন নার্সিং ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের জুন ২০২৫ সেশনের ফাইনাল লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হচ্ছে।
আরও পড়ুন<<>>ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত পরীক্ষার সময়সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বর্ষের সব লিখিত পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আপন দেশ/জেডআই




































