Apan Desh | আপন দেশ

হামজার গোলেও জেতেনি লিস্টার সিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৩৬, ১৪ আগস্ট ২০২৫

হামজার গোলেও জেতেনি লিস্টার সিটি

ছবি সংগৃহীত

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিস্টার সিটির প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। সে ম্যাচে খেলা না হলেও ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ডের বিপক্ষে অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল এ বাংলাদেশির বাহুতে। ম্যাচে গোলও পেয়েছেন তিনি।

৫৪ মিনিটে অসাধারণ গোলে লিস্টারকে এগিয়ে দিয়েছিলেন হামজা। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত শেষ হয় ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে হামজার দল।

আরও পড়ুন<<>>সাকলাইনের চোখে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন 

টাইব্রেকারে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস ঠেকিয়েছিলেন জর্ডান আয়িইউ ও ক্যাসি ম্যাকঅ্যাটির শট। লিস্টারের আরেকটি শট পোস্টে মারেন বিলাল আল খান্নুস। আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেনের স্পটকিক জালে জড়ালে ৩-২ ব্যবধানের জয় পায় হাডার্সফিল্ড।

আকু স্টেডিয়ামে ৫৪ মিনিট বক্সের ভেতর থেকে নেয়া হামজার চোখধাঁধানো শটে এগিয়ে গিয়েছিল লিস্টার সিটি। ক্লাবটির জার্সিতে হামজার এটি দ্বিতীয় গোল। ৬৫ মিনিটে ড্যানিয়েল ভোস্ট সমতা ফেরালেও ৬৮ মিনিটে হ্যারি উইংসের গোলে আবারও এগিয়ে যায় লিস্টার।

৭৬ মিনিটে ক্যামেরন আশিয়ার গোলে আবারও সমতা ফেলায় হাডার্সফিল্ড। এরপর টাইব্রেকারে হৃদয় ভাঙে হামজাদের।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়