ফাইল ছবি
ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে মানিকগঞ্জে হামলার শিকার হয়েছেন বাউল শিল্পীরা। এ নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।
তিনি দাবি করেছেন, পুরুষ বাউলরা বিছানায় ডাকেন। সে ডাকে সাড়া দিলে নারী বাউলরা গানের প্রোগ্রাম পান। না হলে তাদের কেউ ডাকে না। তবে তিনি সুনির্দিষ্ট কারও কথা উল্লেখ করেননি।
এক ভিডিও বাউল হাসিনা বলেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন<<>>মন খারাপের কথা বললেন জেফার
হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম- আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাইখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি- আসলে কী হবে? তখন তারা বলেন- এইটা কি ভেঙে (খুলে) বলতে হবে। আমি তখন বলেছি- মাফও চাই, দোয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রোম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।
তাকেও পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করে এ নারী বাউল বলেন, তারা বেডে (বিছানা) নেয়, আর গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি- এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, আমার কেউ খোঁজখবর না নেয়, তাও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এরকম (কুপ্রস্তাব) প্রস্তাব দিয়েছেন, তারা বলেছেন- আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































