
মধুমতী।
মারা গেছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুমতী। বুধবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ নৃত্যশিল্পী। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, মধুমতী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গতকাল ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। এদিন বিকেলে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মধুমতীর আসল নাম হুটোক্সি রিপোর্টার। ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীর জন্যও সুনাম ছিল মধুমতীর। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুপরিচিত ছিলেন মধুমতী। প্রায়ই সোনালি যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মধুমতী। ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণও নিয়েছিলেন।
অভিনেত্রী মধুমতীর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমেছে।
বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। মধুমতী বলিউডে অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। শিল্পীর মৃত্যুতে শোকাহত তার ছাত্রছাত্রীরাও।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।