Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৬, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৩৮, ১৬ অক্টোবর ২০২৫

‘শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’

সংগৃহীত ছবি

একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হয়। সে হিসেবে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দিলে অবিচার হবে। এ মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ারও নির্দেশ দিয়েছিল। এ বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। এসময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন>>>হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

তিনি আরও জানান, পৃথিবীর যেকোনো আদালতে এ সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ।

আগামী সোমবার (২০ অক্টোবর) আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি খণ্ডন করবে। এরপর যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। তারপর মামলাটি রায়ের দিকে যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়