Apan Desh | আপন দেশ

বিয়ে না করে জমজ সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৮ জুলাই ২০২৫

বিয়ে না করে জমজ সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী ভাবনা

অভিনেত্রী ভাবনা রামান্না

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা রামান্না। রূপালি জগতে ৪০ বছর বয়সি এ অভিনেত্রী ভাবনা নামেই পরিচিত। ব্যক্তিগত জীবনে এখন অবিবাহিত তিনি। এবার ভাবনা রামান্না জানালেন- জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেবি বাম্পের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দেন ভাবনা। আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে যাচ্ছেন।

উচ্ছ্বসিত ভাবনা বলেন, নতুন অধ্যায়, নতুন ছন্দ। আমি কখনও কল্পনাও করিনি এ কথা বলতে পারব। কিন্তু এখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।

আরওপড়ুন<<>>‘শরীর উপভোগ করে এমন দর্শক চাই না’

এ বয়সে মা হওয়ার বিষয়ে কন্নড় সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমার বয়স যখন ২০-৩০ বছর, তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি। যখন আমার বয়স ৪০, তখন ইচ্ছাটা অপ্রতিরোধ্য হয়ে উঠল। কিন্তু অবিবাহিত নারী, সুতরাং এ যাত্রা সহজ নয়। অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়ে দেয়।

পরের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, তারপর আমি ডা. সুষমার সঙ্গে দেখা করি। কোনো চিন্তা ছাড়াই তিনি আমাকে স্বাগত জানান। তার সহযোগিতায় এবং প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি।

অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা বলেন, আমার সন্তানদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু আমার বাড়িতে শিল্প-সংস্কৃতি, সংগীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে। তারা মানুষ হিসেবে দয়ালু, আত্মবিশ্বাসী হবে। তারা যেখান থেকে এসেছে, তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠবে। সূত্র: ইন্ডিয়া.কম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়