
অভিনেতা চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা এবং টেলিভিশন নাটকেও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। গত ২৮ এপ্রিল চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন এনামুল হক নামে একব্যক্তি। এরপর থেকেই ঘুরে ফিরে আসছে এ অভিনেতার নাম। এরইমধ্য জানা গেল গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগেই সঙ্গীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার আতঙ্কে আছেন আছেন অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পী।
‘নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেফতারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল। আগামী ২৫ মে কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল এ অভিনেতার।
আরওপড়ুন<<>>সংগীতশিল্পী নোবেল গ্রেফতার
এর আগে ভারতের ‘টিভি নাইন বাংলা’-এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এ অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে।
অন্যদিকে, একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন এ অভিনেতা।
চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’, ‘তুফান’ যেমন দর্শকদের পছন্দ হয়েছিল। তেমনই সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন তিনি।
এর আগে রোববার (১৮ মে) দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এদিন দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর ফারিয়াকে ভাটারা থানায় থাকা হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মঙ্গলবার (২০ মে) জামিন দেয়া হয়েছে এ অভিনেত্রীকে।
নুসরাত ফারিয়ার গ্রেফতারের পরই নিজের ভারত সফর বাতিল করেন চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।