Apan Desh | আপন দেশ

এবার মামুন-লায়লার ঝগড়ার ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১১ মে ২০২৫

এবার মামুন-লায়লার ঝগড়ার ভিডিও ভাইরাল!

ছবি: সংগৃহীত

এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লা।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এ জুটি।

শুধু তাই নয়, মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে দাবি করেছে লায়লা। তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন মামুন। তবে এ অভিযোগ মেনে নিতে নারাজ জনপ্রিয় এ তরুণ টিকটকার। উল্টো মামুনের দাবি, লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার মত লায়লাও মাদকাসক্ত।

এর মাঝেই শনিবার (১০ মে) লায়লার বাড়িতে ঢুকে ফেসবুক লাইভে আসেন মামুন। শুরু করেন লায়লার সঙ্গে তুমুল ঝগড়া। প্রায় ৩০ মিনিটের ওই লাইভে মামুন বলেন, ৪ বছর আগে তুমি আমার কাছে এসেছো। আমি তোমার কাছে যাইনি। আমার বয়স কম হওয়ায় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে। তোমার মত জঘন্য, ইতর আমি আমার জীবনে দেখিনি।

আরওপড়ুন<<>>মুসলিম স্বামীকে ছাড়ো, জবাবে কি বললেন দেবলীনা

লায়লাকে উদ্দেশ করে মামুন আরও বলেন, আমার নামে ৫টা মামলা দিয়ে আটকে রেখেছ। আমাকে পুতুলের মত নাচাচ্ছ। কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না। আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ। নেটদুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ।

শেষে ভক্তদের উদ্দেশে এ টিকটকার বলেন, লায়লা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে। যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি এখন কি করব ভাই আপনারা আমাকে বুদ্ধি দেন। আমি জানি, লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারব না।

সংবাদমাধ্যমে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে মামুন বলেন, লায়লা আমাকে সব সময় বলেছে ও আর আমি সব সময় ভালো বন্ধু থাকবো। কিন্তু এখন সেটা ও মানছে না।

ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র। তা দেখে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মায়া থেকে। ৪ বছর আগে লায়লার প্রতি আমার মায়া ছিল, তারও ছিল। কিন্তু সেটা এখন এমন ভয়ংকর রূপ নেবে আমি তা জানতাম না।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়