Apan Desh | আপন দেশ

শিল্পকলায় গাজীর গান

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৪৬, ১২ জানুয়ারি ২০২৫

শিল্পকলায় গাজীর গান

পালাগান পরিবেশন করছেন আজিজ ও তার দল। ছবি: আপন দেশ

আবহমান বাংলার শেকড়ের সংস্কৃতি গাজীর গান। উৎসব ও পার্বণে লোকজ এ সংস্কৃতির সুধায় অভিভূত হতেন দেশীয় সংস্কৃতির অনুরাগীরা। আবহমান বাংলার ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ গাজীর গান। কিন্তু কালের বিবর্তনে, আধুনিকতার যাঁতাকলে ও প্রযুক্তির উৎকর্ষতায় গাজীর গান বর্তমানে প্রায় বিলুপ্ত। আর নাগরিক জীবনের বাসিন্দাদের কাছে এটি যেন এক রূপকথার কোন কল্পলোকের গল্প।

কল্পলোকের সে গল্প গাজীর গানকে এবার নাগরিক জীবনের বাসিন্দাদের সামনে তুলে ধরলেন মানিকগঞ্জের জামশার আজিজ ও তার দল। নাচিয়া নাচিয়া গাইবো আমি গাজীরও গান... এমন কথার পালায় শেকড়ের সংস্কৃতির সঙ্গে আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন পালাকার আব্দুল আজিজ। 
গানের কথা ও সুরের সঙ্গে দলীয় পরিবেশনার শৈল্পিকতায় মিলনায়তনে হারিয়ে যাওয়া বাংলার গাজীর গানকে তুলে ধরে সোঁদামাটির গন্ধমিশ্রিত সংস্কৃতিকেই উপস্থাপন করেন পালাকার আব্দুল আজিজ ও তার দল। মাটির গন্ধ মাখা সুরে মোহিত হয়ে নষ্টালজিয়ায় হারিয়ে যায় দর্শক শ্রোতারা। পরিবেশনার পরতে পরতে দাদু নানুদের কাছ থেকে শোনা সে কল্পলোকের গল্পগুলোতে নিজেদেরকে হারিয়ে ফেলেন সংস্কৃতি অনুরাগিরা।

প্রয়াত নাট্যকার ও শিক্ষক  সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন উপলক্ষে চারদিনের উৎসবের তৃতীয় দিন রোববার (১২ চানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এমন দৃশ্যই  লক্ষ্য করা গেছে।
‘অমৃত ঊষালোকে এসো হে প্রাচ্যকবি’ শীর্ষক এ উৎসবের আয়োজন করে সেলিম আল দীন সংগ্রহশালা।

এর আগে বিকেল ৪টায় অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘সেলিম আল দীন: তার কবিতার কথা’ শীর্ষক সেমিনার। 
এতে প্রবন্ধ  পাঠ করেন কবি তারেক রেজা।

কবি ফয়েজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন কুদরত ই হুদা, সোহেল হাসান গালিব ও রকিব লিখন। 

এছাড়া উৎসবের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত পরীক্ষণ থিয়েটার হলের লবিতে চলছে সেলিম আল দীন বিষয়ক তথ্য প্রদর্শনী।

সোমবার (১৩ জানুয়ারি) শিল্পকলা অ্যাকাডেমিতে শেষ হবে এ উৎসব।  সমাপনী সন্ধ্যায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পরিবেশন করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়