Apan Desh | আপন দেশ

ভিডিও ভাইরালে বেকায়দায় সোহম, চাইলেন ক্ষমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ৯ জুন ২০২৪

ভিডিও ভাইরালে বেকায়দায় সোহম, চাইলেন ক্ষমা

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীকে নিয়ে তোলপাড় কাণ্ড৷ শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং করছিলেন। এ সময় আচমকাই বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা৷ ইতোমধ্যেই তা নিয়ে বিরাট জলঘোলা শুরু হয়েছে৷

ঠিক কী ঘটেছে? জানা যায়, যে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলে৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। নিরাপত্তারক্ষীরা জানায়, এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷

অভিযোগ শুনে তখন মালিক বলে, ওসব জানি না গাড়ি সরাতে হবে। তারপরই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসে৷ এবং রেস্তোরাঁর মালিককে মারধর করে৷ শুধু তাই নয়, মালিককে মারার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ 

তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল সেই কারণে আমি মেরেছি। তবে পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ 

আরও পড়ুন>> কঙ্গনাকে চড় মারা সেই নারীকে চাকরি দেবেন বিশাল!

শনিবার (৮ জুন) দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, এটা ঠিক একজন জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারানো উচিত হয়নি আমার। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেয়াই উচিত ছিল৷ আমি ক্ষমাপ্রার্থী কখনওই এটা উচিত হয়নি হয়তো একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুন। কিন্তু অন্যদিকেও রাজনৈতিক বিষয় না হওয়া সত্ত্বেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন, তখনই আমি মেরেছি।

সোহম আরও বলেন, পরে বুঝতে পেরেছি এটা করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। যতদূর জানি অন ডিউটি পুলিশ কর্মকর্তার গায়ে হাত তোলা যায় না। কিন্তু তাদেরকেও ধাক্কা মারা হয়, গালিগালাজ করা হয়। এখনও পর্যন্ত আমি কোনোরকম অভিযোগ করিনি৷ তবে মেজাজ হারিয়েই তিনি এমনটা ঘটিয়েছেন বলে দাবি করেছেন৷

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়