Apan Desh | আপন দেশ

রেশন দুর্নীতিতে ফাঁসছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ৩০ মে ২০২৪

রেশন দুর্নীতিতে ফাঁসছেন ঋতুপর্ণা

ফাইল ছবি

আর্থিক প্রতারণা-কাণ্ডে আবারও নাম জড়াল ঋতুপর্ণা সেনগুপ্তর। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৫ জুন ইডি দফতরে ডাকা হয়েছে ঋতুপর্ণাকে। ভারতীয় গণামধ্যমগুলোর বরাতে এ খবর জানা গেছে। 

প্রাথমিক খবর অনুযায়ী, রেশন দুর্নীতিতে ব্যাংকে লেনদেনের তথ্যর ওপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে। এরই মধ্যে রেশন দুর্নীতি মামলায় কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

ইডির তলব প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ঋতুপর্ণা। জানা গেছে, ব্যক্তিগত কাজে এ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

এর আগে, ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি কাণ্ডে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। এক সময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।

মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। গত সপ্তাহে এ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। তারপরই সপ্তাহের শুরুতে মার্কিন মুলুকে উড়ে যান টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়