ছবি : আপন দেশ
জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ চললেও এখনো সব পাঠ্যবই পায়নি মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সময়মতো বই সরবরাহে এবারও ব্যর্থ হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) এনসিটিবি জানায়, দুই কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি পাঠ্যবই এখনো সরবরাহ করা সম্ভব হয়নি। ১৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছায়নি নতুন বই।
তবে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই বিতরণ অনেকটাই সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপায় বিলম্ব হওয়ায় বিতরণেও দেরি হচ্ছে।
এনসিটিবির তথ্যানুযায়ী, টেন্ডার প্রক্রিয়া দেরিতে শুরু হওয়ায় মুদ্রণ কাজ পিছিয়ে পড়ে। যার সরাসরি প্রভাব পড়ে বই বিতরণে। এর ফলে শিক্ষার্থীদের বইবিহীন অবস্থায় ক্লাসে বসতে হচ্ছে।
আরও পড়ুন : ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর দিল বিটিসিএল
এনসিটিবি আশ্বাস দিচ্ছে, বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যেই বই বিতরণ সম্পন্ন হবে। তবে বাস্তবতা হলো, এর আগেও একাধিকবার সময় দেয়া হয়। কিন্তু সংস্থাটি সে কথা রক্ষা করতে পারেনি। যে কারণে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
আপন দেশ/এসএস/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































