ছবি: আপন দেশ
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুম্মা কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও মুসুল্লিবৃন্দ।
আরও পড়ুন<<>>ওসমান হাদীর স্মরণে ইবিতে হাদীর উক্তি-বক্তব্য প্রদর্শনী
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী। এসময় উপস্থিত মুসুল্লিবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করার জন্য ফরিয়াদ জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































