ছবি: আপন দেশ
ময়মনসিংহে দীপু দাস এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু কন্যা আয়শাকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এসময় দেশে চলমান ‘মব সন্ত্রাসের’ বিচারের দাবি করে তারা।
বিক্ষোভ মিছিলটি রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে এবং টিএসসির রাজু ভাষ্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দীপু দাস পুড়ে মরে প্রশাসন কি করে’, ‘মব সন্ত্রাসের ঠিকানা এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে এবং কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে—সে বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন<<>>ঢাবির বিজ্ঞান ইউনিটের শনিবারের ভর্তি পরীক্ষা স্থগিত
তিনি আরও বলেন, গতকাল আমাদের সহযোদ্ধা উসমান হাদীর দাফনস্থল নিয়েও গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু সচেতন ছাত্রসমাজ ও জনগণ তা রুখে দিয়েছে। এ গুজব থেকেই ধীরে ধীরে মব তৈরি হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্যের শুরুতে ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বলেন, আজকের মধ্যেই তার হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে।
রাকিবুল ইসলাম বলেন, বিগত দেড় বছরের বেশি সময় ধরে দেশে চলমান মবতন্ত্র ও বিশৃঙ্খলার পেছনে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করছে। এ অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এ বাংলাদেশ আমরা চাইনি। আমরা এ অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। এরা মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এ অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































