Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ বিশেষ আয়োজন করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এ মাহফিলের আয়োজন করে। ছাত্রদল ও বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তারা এতে অংশ নেন। তারা দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সোমবার (০২ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন,  সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলীনূর রহমান, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ সহ শতাধিক নেতাকর্মী। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পুরো দেশ আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। আমরা প্রতিদিনই আন্তরিক ভাবে তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোয়ার আয়োজন করেছে, ইতোপূর্বে প্রশাসন ও শিক্ষকরাও দোয়া মাহফিল করেছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেরাও নিজেদের মতো করে ম্যাডামের জন্য দোয়া করবেন। ইমাম সাহেবকেও অনুরোধ করবো, প্রতি ওয়াক্তের নামাজের শেষে যেকজন মুসল্লি ই থাকুক, তাদের নিয়ে দোয়া করবেন।

উল্লেখ্য, রাজধানীর একটি এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। তারপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়