Apan Desh | আপন দেশ

২৫ তারিখেই রাকসু নির্বাচন চায় ছাত্রশিবির

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ২২ সেপ্টেম্বর ২০২৫

২৫ তারিখেই রাকসু নির্বাচন চায় ছাত্রশিবির

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ তারিখেই চায় রাবি শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাকসুর কোষাধ্যক্ষ ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন রাবি শিবিরের সভাপতি ও ‘সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

এদিন রাকসু নির্বাচন কমিশনকে ৪ দফা দাবির স্মারকলিপি দেয় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল।

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, নির্বাচনকে ঘিরে প্রার্থী- শিক্ষার্থী সবারই অনেক সময় ব্যায় হয়েছে। অনেক প্রার্থী পরীক্ষার পাশাপাশি নির্বাচনি প্রচারণা চালিয়েছে। রাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, যথাসময়ে নির্বাচন না হলে সেটা আর থাকবে না। তাই আমাদের বোল্ড স্টেটমেন্ট হচ্ছে —২৫ তারিখের নির্বাচন, ২৫ তারিখেই চাই। আমরা ছাত্রশিবিরসহ অনেক প্যানেলের প্রার্থীরা চায় যে যথাসময়ে নির্বাচন হোক। আর না হলে সবাই এটার প্রতি আস্থা হারিয়ে ফেলবে।

আরওপড়ুন<<>>শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে না

২৫ তারিখে নির্বাচন হলে কেমন অংশগ্রহণমূলক হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই নির্বাচনে ভোট কাস্টিং যাতে সর্বোচ্চ পর্যায়ে হয়। শিক্ষার্থীদের ধরে রাখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যেখানে নিশ্চিত করতে পারছে না ২৫ তারিখ নির্বাচন হবে, সেজন্য শিক্ষার্থীরা দুলাচলে পরে বাসায় চলে যাচ্ছে। আমি মনে করি, প্রশাসন যদি একটা বোল্ড স্টেটমেন্ট দেয় যে, ২৫ তারিখেই রাকসু হবে। তাহলে শিক্ষার্থীরা সেক্রিফাইস করে ক্যাম্পাসে থাকবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

এর আগে নির্বাচন কমিশনকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- রাকসু নির্বাচন অবশ্যই যথাসময়ে আয়োজন করতে হবে। দলীয় প্রভাব ও অপচেষ্টা থেকে নির্বাচন কমিশনকে সরে এসে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে।

আর কোনোভাবেই তারিখ পেছানো যাবে না; বরং সবার সঙ্গে সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ নিষিদ্ধ রাখা, সুষ্ঠু ভোটগ্রহণ ও গণনা নিশ্চিত করা এবং সেদিনই ফলাফল ঘোষণা করতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়