Apan Desh | আপন দেশ

জাকসুতে পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসুতে পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের পর পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে আরও তিনটি প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ করে ছাত্রদল।

এ সময় পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে ছাত্রদলের বিভিন্ন স্লোগানে। নেতাকর্মীরা স্লোগানে বলেন, ‘প্রহসনের জাকসু, মানি না মানবো না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’।

ছাত্রদল জানায়, ভোট গ্রহণ প্রক্রিয়ায় নানা অনিয়ম ঘটেছে। ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকা, আঙুলে কালির দাগ ব্যবহার না করা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অব্যবস্থাপনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের দাবি, এসব অনিয়মে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ হয়েছে, তাই অবিলম্বে নতুন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

আরও পড়ুন<<>>জাকসুর চার প্যানেলের ভোট বয়কট, পুনর্নির্বাচন দাবি

মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা শিক্ষার্থী-বন্ধব ক্যাম্পাস গড়তে কাজ করেছি। জাকসু নির্বাচনের দাবিতে প্রথম থেকেই মাঠে ছিলাম।

তিনি আরও বলেন, আশা করেছিলাম নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করবে। কিন্তু বাস্তবে আমরা দেখেছি, সকাল থেকে আমাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি এবং অনেক জায়গায় তাদের হেনস্তা করা হয়েছে। তাই এই প্রহসনের নির্বাচন মেনে নেয়া যায় না।

এর আগে বিকেলে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই অভিযোগে নির্বাচনে দায়িত্বে থাকা বিএনপিপন্থি তিন শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে রাতেই অনিয়মের অভিযোগ জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়