Apan Desh | আপন দেশ

পোলিং এজেন্ট

ট্রাভেল এজেন্সির অনিয়ম রোধে গভর্নরকে চিঠি উপদেষ্টার

ট্রাভেল এজেন্সির অনিয়ম রোধে গভর্নরকে চিঠি উপদেষ্টার

কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো করে মানুষের কাছ থেকে নগদ টাকা জমা (ক্যাশ ডিপোজিট) সংগ্রহ করছে। এছাড়া তারা অর্থ পাচার ও কর ফাঁকি দেয়ার মতো অবৈধ কাজ চালাচ্ছে। এ ধরনের কাজ বন্ধ করতে সরকার পদক্ষেপ নিয়েছে। বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি পাঠানো হয় গত ২৯ সেপ্টেম্বর। উপদেষ্টার দেয়া চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির বাইরেও বহু সংখ্যক অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে। যেসব এজেন্সি অফলাইনে ও অনলাইনে এবং কোন কোন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করছে। যেমন অর্থ আত্মসাৎ, ক্যাশ ডিপোজিট অথবা অগ্রিম পেমেন্ট-এর ভিত্তিতে ক্যাশব্যাক অফার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট স্কিম ও বিনিয়োগ স্কিমের মত অর্থ সংগ্রহের কার্যক্রম গ্রহণ, টাকা পাচার, রাজস্ব ফাঁকি, ইত্যাদি কার্যক্রমে লিপ্ত রয়েছে।

০৮:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement